বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের সাত বিভাগে একযোগে অলিম্পিক ডে ২০২৫ উদযাপন করা হয়েছে।
এই কর্মসূচি ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত অনুষ্ঠানের অংশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অলিম্পিক ডের মূল প্রতিপাদ্য ছিল ‘লেটস মুভ’ অর্থাৎ সক্রিয় জীবনধারার আহ্বান।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র্যালির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল ৬টা ৩০ মিনিটে র্যালিটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও ঘুরে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
এই আয়োজনে অংশগ্রহণ করেন দুই হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ছিলেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সদস্যরা।
ঢাকার র্যালির পর জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনায় মনোমুগ্ধকর অনুষ্ঠান উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অলিম্পিয়ানদের হাতে বিশেষ সম্মাননা ও সনদপত্র তুলে দেন সেনাপ্রধান।
সাতটি বিভাগীয় শহরেও একই সময়ে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর সহায়তায় র্যালি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে শরীরচর্চা ও ক্রীড়া সম্পর্কে আগ্রহ বাড়ানোর আহ্বান জানানো হয়।
আয়োজনে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এই উৎসবমুখর আয়োজনের জন্য।
অলিম্পিক ডে উদযাপন উপলক্ষে ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্যের নতুন দোলা এনে দেয় বলে মত দেন ক্রীড়াবিদরা। তারা আশা প্রকাশ করেন, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।