বিএনপি ক্ষমতায় এলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য শিক্ষক পদ সৃষ্টি করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন বলেন, “আল্লাহ এবং জনগণ যদি আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন, আমরা প্রাথমিক স্তরে ধর্ম ও নৈতিক শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের পদ সৃষ্টি করব। ইনশাল্লাহ, যথাযথ নিয়োগও নিশ্চিত করব।”
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে।
বিএনপি নেতা বলেন, “এই পরিকল্পনা বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও অর্থায়ন প্রয়োজন। প্রথমে পদ সৃষ্টি করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে, তারপর শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
তিনি আরও বলেন, “নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ও স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের নৈতিক ভিত্তি ধ্বংসের যে চেষ্টা হয়েছে, তা বন্ধ করতে হবে।”
সালাহউদ্দিন অভিযোগ করেন, “গত ১৫ বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাকে বিকৃত করে তরুণ সমাজের নৈতিক মূল্যবোধ ধ্বংসের চেষ্টা হয়েছে। নৈতিকতা ও মূল্যবোধহীন জাতি টিকে থাকতে পারে না।”
তিনি বলেন, “জাতীয়, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ওপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলেই একটি ন্যায়নিষ্ঠ সমাজ গঠন সম্ভব।”
বিএনপি নেতা আরও বলেন, “জনগণের ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের লক্ষ্য হতে হবে সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। তবেই আমরা সংস্কারকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।”
তিনি ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন। বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসবে না। ঐক্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।”
সালাহউদ্দিন আহ্বান জানান, “জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শিক্ষা ব্যবস্থাই একটি দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা। এটি ধ্বংস হলে দেশ দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থা রক্ষা ও পুনর্গঠন করতেই হবে।”
