বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও দলের নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে ঘোষিত এক সমাবেশ সুনামগঞ্জে রূপ নিলো স্থানীয় বিএনপি নেতা ও মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের পক্ষে শক্তি প্রদর্শনে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সচনা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত কর্মীরা কামরুজ্জামানকে ফুল ও টাকার মালা পরিয়ে সংবর্ধনা দেন। এক পর্যায়ে এক কর্মী তাকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন, যা নির্বাচনী খরচে সহায়তা হিসেবে উল্লেখ করা হয়।
যদিও সমাবেশটি বিএনপির সংস্কার প্রচারের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল, তবু অনুষ্ঠানজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কামরুজ্জামান কামরুল এবং তার সম্ভাব্য প্রার্থিতা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কামরুজ্জামান বলেন,
“যিনি আমাকে চেকটি দিয়েছেন, তাকে আগে কখনও দেখি নাই। তিনি বললেন, কাল ব্যাংক থেকে টাকা নিয়ে নিতে। মানুষের এই ভালোবাসা আমাকে অভিভূত করেছে।”
তিনি আরও বলেন, “আমি ধানের শীষের প্রচারে মাঠে আছি। জনগণ যদি পাশে থাকে, আমি মনোনয়ন পাব বলে বিশ্বাস করি।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এবং ধর্মপাশা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে রয়েছেন প্রয়াত এমপি ও জেলা বিএনপির সভাপতি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সাবেক কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দি, এবং ধর্মপাশার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল মতালেব খান।
