বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধের মতো বিষয় নির্বাহী আদেশে নয়, বরং আদালতের রায়ের মাধ্যমেই হওয়া উচিত।
মঙ্গলবার ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই পরিষ্কার করেছি যে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। আদালত যদি সিদ্ধান্ত নেয়, সেটিই চূড়ান্ত হবে।”
তিনি আরও জানান, যদি কোনো দল গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে আদালতই সেই দলে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। “বিচারিক প্রক্রিয়ায় যদি তা প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন বাধ্য থাকবে আদালতের সিদ্ধান্ত মানতে। কিন্তু আদালতের বাইরে নির্বাহী আদেশে দল নিষিদ্ধের চেষ্টা করলে সেটি হবে বিপজ্জনক দৃষ্টান্ত,” বলেন বিএনপি নেতা।
তিনি উল্লেখ করেন, যারা এখন ১৪-দলীয় জোট ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, তারা চাইলে আদালতে অভিযোগ জমা দিতে পারেন এবং সেটিই হবে সঠিক প্রক্রিয়া।
আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা দায়ী। প্রধানমন্ত্রীসহ সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। এসব মামলা বিচারাধীন এবং ভবিষ্যতে আরও মামলা হতে পারে।”
সালাহউদ্দিনের মতে, রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া আইনগতভাবে নির্ধারিত হওয়া উচিত এবং নির্বাহী আদেশের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।