রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে প্রকাশ্যে এক তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে দিবালোকে তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা দেশবাসীর মানবিক ও নৈতিক চেতনাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।”
বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, “সন্ত্রাস ও বর্বরতা বিএনপির আদর্শ, নীতি ও রাজনীতির পরিপন্থী। অপরাধী যেই হোক না কেন, তার স্থান আইনের ঊর্ধ্বে হতে পারে না। বরং এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে দায়মুক্তির সংস্কৃতি আরও গভীর অন্ধকারে সমাজকে ঠেলে দেবে।”
আরও পড়ুন: মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, জুলাই আন্দোলনের হুঁশিয়ারি জবি শিক্ষার্থীদের
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়।”
বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহত মোহাম্মদ সোহাগের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ঘটনায় রাজধানীসহ দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে। সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মহলে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।