Tuesday, September 2, 2025
Homeরাজনীতিপ্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় নালা–খাল পরিষ্কার কর্মসূচি নিচ্ছে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় নালা–খাল পরিষ্কার কর্মসূচি নিচ্ছে বিএনপি

র‌্যালি না করে ভিন্ন উদ্যোগের ঘোষণা দিলেন রুহুল কবির রিজভী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে drains, canals এবং rivers পরিষ্কার করবে দলটির নেতা–কর্মীরা। মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূর্বঘোষিত র‌্যালি আয়োজন না করে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‌্যালির কারণে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাই দলীয়ভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নেতা–কর্মীরা নালা, খাল ও নদী পরিষ্কার করবেন।

রিজভী বলেন, র‌্যালির কারণে অনেক সময় পুরো শহর স্থবির হয়ে পড়ে। জনগণের দুর্ভোগ লাঘব করতেই এবার র‌্যালির পরিবর্তে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর আগে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বড় ধরনের র‌্যালির ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তা পরিবর্তন করে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি।

RELATED NEWS

Latest News