Friday, September 26, 2025
Homeজাতীয়ঢাকায় মেট্রোরেল পিলারে ব্লগার হত্যার গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

ঢাকায় মেট্রোরেল পিলারে ব্লগার হত্যার গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

কারওয়ান বাজারে পিলার ৪৬৪-তে আঁকা ছয় ব্লগারের চিত্র মুছে ফেলা হয়েছে, প্রকল্প কর্তৃপক্ষ বলছে বিষয়টি অজানা

ঢাকার কারওয়ান বাজারে মেট্রোরেল পিলারে ছয় ব্লগার হত্যার চিত্র তুলে ধরা একটি গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পিলার নম্বর ৪৬৪-এর উত্তর পাশের দেয়ালে আঁকা ওই গ্রাফিতিটি সাদা রঙে ঢেকে দেওয়া হয়।

গ্রাফিতিটিতে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে নিহত ব্লগার অভিজিৎ, নিলয়, দীপন, বিজয় দাস, বাবু ও রাজীবের মুখচ্ছবি ছিল। মুছে ফেলা অংশে একটি বার্তা ছিল, যেখানে লেখা ছিল: “তাওহিদি জনতার বাংলায় নাস্তিক নিন্দুকদের জায়গা নেই – মুসলিমবঙ্গ।”

এই ঘটনার বিপরীতে আশপাশের অন্যান্য পিলারে রাজনৈতিক ও ইতিহাসভিত্তিক নানা গ্রাফিতি অক্ষত অবস্থায় দেখা গেছে।

পিলার ৪৬৭-তে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে গ্রাফিতি রয়ে গেছে, যেখানে লেখা আছে “২০১২: ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি”। পিলার ৪৬৬-তে শাপলা চত্বরের ঘটনা নিয়ে চিত্র আছে।

এছাড়া ইলিয়াস আলীর নিখোঁজ, বিশ্বজিৎ দাসের হত্যা, খালেদা জিয়ার উচ্ছেদ এবং বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের মতো ঘটনাও অন্যান্য পিলারে আঁকা রয়েছে।

গ্রাফিতি মুছে ফেলার ঘটনাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ এটি সমর্থন করলেও, অনেকে উদ্বেগ প্রকাশ করছেন।

এই প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ধারণা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, এই গ্রাফিতিগুলো রাষ্ট্রীয় দমন-পীড়নের বড় বড় ঘটনাগুলোকে তুলে ধরতে চায়, যা জাতিকে গণজাগরণের দিকে ঠেলে দিয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. জুবায়ের জানান, এই প্রকল্পটি জেলা প্রশাসনের অনুমোদিত। তবে ব্লগার হত্যার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

ডিএনসিসি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি বিষয়টি জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান স্মরণে ৬৬টি পিলারে গ্রাফিতি আঁকার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এই কাজ করছেন।

প্রকল্পটির সমন্বয়ক মো. শাহজাহান জানান, চারটি উপদল বর্তমানে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় কাজ করছে। তিনি বলেন, “পিলার ৪৬৪-তে ব্লগারদের গ্রাফিতি কে মুছে ফেলেছে তা আমরা জানি না এবং এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”

পুনরায় আঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “একবার পিলারের কাজ শেষ হলে আমরা সেটি আবার আঁকি না। আমরা জুলাইয়ের মধ্যেই ৬৬টি পিলারের কাজ শেষ করার লক্ষ্যে এগোচ্ছি।”

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News