Tuesday, January 27, 2026
Homeজাতীয়বছরে বিজিবির সাফল্য: ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

বছরে বিজিবির সাফল্য: ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

২০২৫ সালে বিপুল পরিমাণ স্বর্ণ, অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি ১১ হাজারের বেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক ঢাকা | ২৭ জানুয়ারি ২০২৬

সারা দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক বছরে ১৯০৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০.৫৫৬ কেজি স্বর্ণ এবং ১৬৮.২৪১ কেজি রুপা। এ ছাড়া ১ লাখ ৭১ হাজার ১৯০টি শাড়ি, ১ লাখ ২৬ হাজার ৭৭৯টি থ্রি-পিস ও কম্বল, ১ লাখ ৩৩ হাজার ৩৩৮টি তৈরি পোশাক, প্রায় ৭০ লাখ কসমেটিক সামগ্রী এবং ২ কোটি ৭ লাখ ৪৬ হাজার ১১৪টি আতশবাজি উদ্ধার করা হয়েছে।

বিজিবির জব্দকৃত তালিকার অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৬৫ হাজার ৪৮৯ কেজি চিনি, ৩৭ হাজার ৬১৮ কেজি চা পাতা, ৩ লাখ ৫ হাজার ৪৩৮ কেজি পেঁয়াজ, ৭ হাজার ২৬ কেজি রসুন এবং প্রায় ৯ হাজার মোবাইল ফোন সেট। এ ছাড়া বিভিন্ন মেয়াদে ১২ হাজার ২৯৪টি গরু-মহিষ এবং ১ হাজার ৭০৮টি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।

বিজিবি গত বছর বড় ধরনের অস্ত্রের চালানও উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন ধরনের বন্দুক এবং ১ হাজার ৫০৯ রাউন্ড গোলাবারুদ। এ ছাড়া ১৭৮টি ককটেল, ৪০টি পেট্রোল বোমা এবং ৪টি মাইন উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্য পেয়েছে এই সীমান্ত রক্ষী বাহিনী। ২০২৫ সালে ১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০.৪০৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৩৩ হাজার ৩৯৬ বোতল ফেনসিডিল এবং ১ লাখ ৩০ হাজার ৫৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, কোকেন এবং এলএসডি উদ্ধার করে বিজিবি।

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে মোট ২ হাজার ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

RELATED NEWS

Latest News