বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে নাইটহুড সম্মাননা দিচ্ছেন যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়। ফুটবল ক্যারিয়ার এবং দাতব্য কাজের স্বীকৃতিস্বরূপ আগামী সপ্তাহে এই সম্মাননা প্রদান করা হবে বলে শুক্রবার একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসি ও অন্যান্য সূত্র জানায়, রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে প্রকাশিত সম্মাননা তালিকায় বেকহ্যামের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে নাইটহুড সম্মান পেয়েছেন বেকহ্যামের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং ব্রিটিশ টেনিস তারকা স্যার অ্যান্ডি মারে।
ব্রিটিশ দৈনিক দ্য সান জানায়, নাইটহুড প্রাপ্তির পর বেকহ্যামকে “স্যার” উপাধিতে সম্বোধন করা হবে। তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম, প্রাক্তন স্পাইস গার্লস সদস্য, হবেন “লেডি বেকহ্যাম”।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করেছেন তিনি।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট এবং সহ-মালিক। এছাড়া ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব সালফোর্ড সিটিরও সহ-মালিক তিনি।
৫০ বছর বয়সী বেকহ্যাম অনেকদিন ধরেই নাইটহুডের জন্য বিবেচিত হয়ে আসছিলেন। ২০০৩ সালে তিনি ব্রিটিশ সম্মাননার নিম্নস্তরের একটি পদক অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পেয়েছিলেন।
ভিক্টোরিয়া বেকহ্যামও পরে ফ্যাশন শিল্পে অবদানের জন্য একই ধরনের সম্মাননা পান।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী দাতব্য ব্যক্তিত্বের তালিকায়ও স্থান পান ডেভিড বেকহ্যাম।
তিনি দ্য কিং’স ফাউন্ডেশন-এর আনুষ্ঠানিক দূত হিসেবে কাজ করছেন এবং শিক্ষামূলক প্রকল্পে যুক্ত রয়েছেন। এছাড়া ২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও সক্রিয় রয়েছেন।
লন্ডনের ২০১২ অলিম্পিক আয়োজনে সহযোগিতার জন্যও তাঁকে নাইটহুড দেওয়ার আলোচনা হয়েছিল। তবে একটি কর বিষয়ক জটিলতার কারণে সে সময় তাঁর মনোনয়নে বাধা সৃষ্টি হয়। পরে তিনি সেসব অভিযোগ থেকে মুক্তি পান।
২০১৭ সালে কিছু গোপন ই-মেইল ফাঁস হয়, যেখানে বেকহ্যাম ব্রিটিশ সম্মাননা ব্যবস্থার সমালোচনা করেছিলেন বলে উল্লেখ করা হয়। তবে বেকহ্যামের মুখপাত্র সেসময় জানিয়েছিলেন, ওই ই-মেইলগুলো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার মাধ্যমে ডেভিড বেকহ্যামের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।