Tuesday, July 22, 2025
Homeখেলাধুলাক্রিকেটমিরপুরে টি-টোয়েন্টি ফেরায় দর্শক উচ্ছ্বাস, খাবার বহনে নিষেধাজ্ঞা ফিরল

মিরপুরে টি-টোয়েন্টি ফেরায় দর্শক উচ্ছ্বাস, খাবার বহনে নিষেধাজ্ঞা ফিরল

এক ম্যাচ পরই বিসিবির সিদ্ধান্ত বদল, ‘বিশেষ নিরাপত্তা’ কারণ দেখিয়ে খাবার বহনে আবারো নিষেধাজ্ঞা

১৪ মাসের বিরতির পর আবারও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। রবিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে মুগ্ধ হয়েছে ঘরের মাঠের দর্শক। তবে মাঠের বাইরের এক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আলোচনা।

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো দর্শকদের জন্য খাবার ও পানীয় নিয়ে প্রবেশের অনুমতি দেয়। তবে ম্যাচ শেষে গ্যালারিতে দেখা যায় প্যাকেট, বোতল ও খাবারের উচ্ছিষ্টে ভরা দৃশ্য। দর্শকের এই অসচেতন ব্যবহারে বিসিবি সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়।

সোমবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বিশেষ নিরাপত্তা বিবেচনায়” খাবার ও পানীয় বহনের পূর্বের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়েছে। ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কোনো দর্শক খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করতে পারবে না।

বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।

তবে রবিবার ম্যাচ চলাকালেই মাঠের প্রবেশপথে দেখা যায় বিভ্রান্তি। অনেক দর্শকের খাবার ও পানির বোতল আটকে দেওয়া হয়, আবার কেউ কেউ অনুমতি পেয়ে ঢুকে পড়েন। নিরাপত্তা কর্মীদের অনেকেই স্বীকার করেছেন যে, পরিষ্কার নির্দেশনা তাদের কাছে ছিল না।

ফলে একদিকে দর্শকরা চরম অস্বস্তিতে পড়েছেন, অন্যদিকে বিসিবির এই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনে প্রশ্ন উঠেছে নীতিগত স্পষ্টতার বিষয়েও। নতুন করে নিষেধাজ্ঞা জারির পর নীতিগতভাবে পূর্বের অবস্থানেই রয়ে গেল বিসিবি। তবে দর্শকদের একাংশ এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।

মাঠে ক্রিকেট ফেরার আনন্দের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে এই আলোচনাও এখন ভক্তদের মধ্যে সমানভাবে জায়গা করে নিয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • বিসিবি

RELATED NEWS

Latest News