Tuesday, November 11, 2025
Homeখেলাধুলাক্রিকেটনতুন দায়িত্ব বণ্টন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নতুন দায়িত্ব বণ্টন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিপিএল, ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম

নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম সভা করেছে। এই সভায় বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।

বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবেক জাতীয় কোচ ও ক্রিকেট শিক্ষাবিদ নাজমুল আবেদিন ফাহিমকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

মার্কেটিং কমিটির চেয়ারম্যান হয়েছেন সাখাওয়াত হোসেন, ফাইন্যান্স কমিটির দায়িত্বে আছেন এম নাজমুল ইসলাম ও আমজাদ হোসেন। গেম ডেভেলপমেন্ট কমিটির নেতৃত্বে আছেন ইশতিয়াক সাদেক, আর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আহসান ইকবাল চৌধুরী। বয়সভিত্তিক টুর্নামেন্টের দায়িত্বে রয়েছেন আসিফ আকবর।

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে থাকছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের নেতৃত্বে আছেন রাহাত শামস। নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান হয়েছেন আব্দুর রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগ পরিচালনাকারী সিসিডিএম-এর দায়িত্বে থাকবেন আদনান রহমান দিপন।

আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান হলেন খালেদ মাহমুদ পাইলট

বিপিএল গভর্নিং কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকবেন আমিনুল ইসলাম বুলবুল এবং মেম্বার সেক্রেটারি হিসেবে থাকবেন ইফতেখার রহমান মিঠু।

প্রথম সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান ও সদস্য নির্ধারণ করা হয়। শৃঙ্খলা কমিটির নেতৃত্বে রয়েছেন ফয়জুর রহমান মিতু, সুবিধা কমিটিতে আছেন শনিয়ান তানিম, মেডিকেল কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম, নিরাপত্তা কমিটিতে মেহরাব আলম চৌধুরী, অডিট কমিটিতে হাসানুজ্জামান এবং কল্যাণ কমিটিতে আছেন মখসেদুল আলম বাবু।

শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলফিকার আলী খান।

নতুন কমিটি গঠনের মাধ্যমে বিসিবি কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছে বোর্ড কর্তৃপক্ষ।

RELATED NEWS

Latest News