বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন কার্যক্রম তদারকির জন্য এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল।
শনিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বিসিবির বিস্তৃত বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বলেন, “আমাদের এসিইউ কার্যক্রম আরও শক্তিশালী করতে আইসিসিতে কাজ করা অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের দুর্নীতি দমন ইউনিটকে আরও সুসংহত করা প্রয়োজন, সেই লক্ষ্যেই তাকে আনা হচ্ছে।”
অ্যালেক্স মার্শাল একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ পুলিশ কর্মকর্তা। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ‘কলেজ অব পুলিশিং’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি হ্যাম্পশায়ার কনস্ট্যাবুলারির প্রধান কনস্টেবল ছিলেন। পুলিশ বিভাগ থেকে অবসর নেওয়ার পর ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন।
ইফতিখার রহমান মিঠু আরও জানান, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনায় আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট দায়িত্ব পালন করবে। তিনি বলেন, “ওরা একে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট বলে। পরবর্তী বিপিএল তারা পরিচালনা করবে।”