শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে গলাচিপায় বিশেষ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
‘সচেতন শিক্ষার্থী, নিরাপদ সড়ক’ স্লোগানে শুক্রবার (৩১ অক্টোবর) থেকে গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং আঁকার কাজ শুরু হয়।
গলাচিপা সরকারি কলেজ, বনানী রোডের দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, এমএম ইন্টারন্যাশনাল স্কুল ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নতুন জেব্রা ক্রসিং আঁকা হয়েছে। প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকারও বসানো হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা পথচারী নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও দায়িত্বশীল সড়ক ব্যবহার বিষয়ে সচেতন করতে আলোচনা সভার আয়োজন করেন।
গলাচিপা উপজেলা ইউনিটের সমন্বয়ক মো. মিজানুর রহমান বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিয়ম মানার অভ্যাস গড়ে তুলুক। জেব্রা ক্রসিং ব্যবহার শুধু নিরাপত্তার জন্য নয়—এটি দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রতীক।”
তিনি জানান, ধাপে ধাপে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং আঁকার পরিকল্পনা রয়েছে।
সমাজসেবক হুজ্জাতুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
গলাচিপা ইউনিটের সদস্যসচিব তারিকুল ইসলাম মুননা বলেন, “বসুন্ধরা শুভসংঘ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতে সারাদেশে কাজ করছে। জেব্রা ক্রসিং কর্মসূচি আমাদের বৃহত্তর সড়ক নিরাপত্তা সচেতনতা কার্যক্রমের অংশ, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে চলবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক মিজানুর রহমান, সদস্যসচিব তারিকুল ইসলাম মুননা, সদস্য তৌহিদ ইসলাম, শাহীন নাইফ, গাজী আনোয়ার হোসেন, মো. আরাফাত, মাইনুল ইসলাম বাইজিদ, নিরব প্রমুখ।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সারাদেশে তাদের সামাজিক কার্যক্রমের অংশ, যা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।
