বায়ুদূষণের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সম্মিলিত পদক্ষেপ উৎসাহিত করতে বসুন্ধরা শুভসংঘের সাভার উপজেলা ইউনিট শনিবার পাকিজা স্কয়ারের সামনে মানববন্ধন আয়োজন করে। Clean Air, Healthy Life থিমে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে জানানো এবং প্রকৃতি রক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা ইউনিটের সভাপতি মো. হাবিবুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম ও মো. ফয়সাল আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক রাজিয়া জেসমিন ববি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. হায়দার রেজা আকাশ, আইসিটি সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, শিক্ষা ও স্টাডি সার্কেল সম্পাদক কাশমেরী আক্তার আঁখি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. কোহিনুর আক্তার, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিকল্পনা সম্পাদক নাবিলা তাবাসসুমসহ শুভানুধ্যায়ীরা।
সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, যানবাহন, কারখানা, ইটভাটা, বন উজাড় এবং প্লাস্টিক পোড়ানো বায়ুদূষণের বড় কারণ। প্রতিদিন আমরা যে বিষাক্ত বায়ু শ্বাস নিই, তা হাঁপানি, ফুসফুসের ক্যান্সারসহ নানা শ্বাসতন্ত্রের রোগ ডেকে আনে। পরিবেশ রক্ষা মানে নিজের জীবন রক্ষা। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। শ্লোগানগুলোর মধ্যে ছিল Clean Air is Our Right, We Want to Breathe, Not Smoke, Plant a Tree Today for Clean Air Tomorrow এবং Protect Nature for the Sake of Humanity। পরে তারা আশপাশের সড়ক ঘুরে স্থানীয়দের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন।
বক্তারা শিশু ও বয়োঃজ্যেষ্ঠদের ওপর বায়ুদূষণের তীব্র প্রভাবের কথা উল্লেখ করে কমিউনিটি পর্যায়ে গাছ লাগানো, বর্জ্য আলাদা করা, প্লাস্টিক না পোড়ানো, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার ও গণপরিবহন ব্যবহারের মতো উদ্যোগের ওপর জোর দেন।
স্থানীয় বাসিন্দারাও পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সাভারে পরিবেশ সচেতনতা ও টেকসই সামাজিক উদ্যোগ উৎসাহিত করতে বসুন্ধরা শুভসংঘের এই আয়োজনকে অনেকেই মাইলফলক হিসেবে দেখছেন।
