শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় সোমবার।
ফরিদপুর শহরের সাজেদা কবির উদ্দিন পৌর মেয়েদের বিদ্যালয়ে শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিষণ্ণতার কারণ, এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
গ্রুপ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং বিষণ্ণতার বিভিন্ন কারণ ও তা মোকাবিলার উপায় নিয়ে কাগজে উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে প্রতিটি শিক্ষার্থী নিজেদের দুঃখের কারণ রঙিন কাগজে লিখে সেটিকে কাগজের বিমান বানিয়ে উড়িয়ে দেয়— যা ছিল মানসিক ভারমুক্তির প্রতীকী প্রকাশ।
শিক্ষার্থীরা বলেন, “এমন আয়োজন আমাদের মানসিক শক্তি বাড়াতে এবং ইতিবাচক চিন্তার বিকাশে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, উপদেষ্টা ও বাংলানিউজ২৪.কম প্রতিনিধি হারুন-অর-রশিদ, কালের কণ্ঠ প্রতিনিধি নূর ইসলাম, নিউজ২৪ টেলিভিশনের খায়রুজ্জামান সোহাগ, শুভসংঘের পরিকল্পনা সম্পাদক ইহসানুল হক মিয়া, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, আপ্যায়ন সম্পাদক বিপ্লব বিশ্বাস এবং সদস্য এরিন প্রমুখ।
