Monday, November 3, 2025
Homeজাতীয়নৃত্য নিকেতনের সুবর্ণজয়ন্তীতে বসুন্ধরা শুভসংঘের উপহার ওয়াটার ফিল্টার

নৃত্য নিকেতনের সুবর্ণজয়ন্তীতে বসুন্ধরা শুভসংঘের উপহার ওয়াটার ফিল্টার

‘ভালো কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো সংগঠনটি

‘ভালো কাজে সবার পাশে’—এই মানবিক স্লোগানকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটি। জেলার অন্যতম ঐতিহ্যবাহী নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘নৃত্য নিকেতন’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে একটি ওয়াটার ফিল্টার ও স্ট্যান্ড উপহার দিয়েছে সংগঠনটি।

শনিবার বিকেলে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয়।

শুভসংঘের নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মিন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম নৃত্য নিকেতনের পরিচালক মোরশেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ এবং লিজা সুলতানের হাতে উপহারটি তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য নিকেতনের উপদেষ্টা কায়েস উদ্দিন, শুভসংঘের সদস্য জাহিদ রাব্বানী রশিদ, দেওয়ান জেসমিন চন্দ্রময়ী স্বপ্ন, সামিনা সুলতানা লাকী, সজীব হোসেন, দেওয়ান শাহানা পারভীনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সালাউদ্দিন মিন্টু তার বক্তব্যে বলেন, “নৃত্যশিক্ষা শুধু দক্ষতা বৃদ্ধি করে না, এর জন্য কঠোর পরিশ্রমও প্রয়োজন। প্রশিক্ষণের সময় শিক্ষার্থীরা ঘামে এবং তৃষ্ণার্ত বোধ করে। সেই সময়ে বিশুদ্ধ পানির জোগান অপরিহার্য। এই চিন্তা থেকেই আমরা নৃত্য নিকেতনকে এই ওয়াটার ফিল্টার উপহার দিয়েছি।”

বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোরশেদা বেগম বলেন, “সুবর্ণজয়ন্তীতে এই উপহার আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। আমরা আশা করি, সংগঠনটি এমন মহৎ কাজে আরও এগিয়ে যাবে।”

পঞ্চাশ বছরের ঐতিহ্য নিয়ে নৃত্য নিকেতন নওগাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ এই সাংস্কৃতিক যাত্রায় নতুন এক অনুপ্রেরণা যোগ করেছে।

RELATED NEWS

Latest News