Thursday, July 10, 2025
Homeআন্তর্জাতিকব্যারন ট্রাম্পের প্রেমের গুঞ্জন ঘিরে ইন্টারনেটে আলোড়ন

ব্যারন ট্রাম্পের প্রেমের গুঞ্জন ঘিরে ইন্টারনেটে আলোড়ন

তরুণ ট্রাম্প নিজেকে যেমন গোপন রাখেন, তেমনি রহস্যে মোড়া রইল তার প্রেমিকার পরিচয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

NewsNation-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, ব্যারনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তার একজন ‘চমৎকার’ প্রেমিকা আছে এবং তারা প্রায়ই একসঙ্গে সময় কাটান।

সূত্রের ভাষ্য অনুযায়ী, “ব্যারনের খুব ভালো একটি প্রেমিকা আছে, যাকে সে নিয়মিত সময় দেয়। সে তার বাবার মতো নয়, আলোচনার কেন্দ্রে আসতে চায় না।”

তবে প্রেমিকার নাম, পরিচয় বা বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। আর এতেই উৎসাহী নেটিজেনদের কৌতূহল চরমে পৌঁছেছে।

Radar Online ও People Magazine-এর ইনস্টাগ্রামে এই গুঞ্জন নিয়ে পোস্ট হলে নানান মন্তব্য ভেসে ওঠে। কেউ উপদেশ দিয়েছেন প্রেমিকাকে “এই পরিবার থেকে দূরে থাকার,” আবার কেউ মজা করে লিখেছেন, “তার আইডি দাও, কিছু ব্যক্তিগত পরামর্শ দিতে চাই।”

অনেকেই ব্যারনের ব্যক্তিত্বকে প্রসংশা করেছেন। সূত্র জানিয়েছে, “সে তার মা মেলানিয়ার মতোই, নিজেকে নিয়ে থাকে, প্রকাশ্য আলোচনায় আসতে চায় না। সে ক্লাসে যায়, বাসায় ফেরে, তেমন কিছুতে যুক্ত হয় না।”

ব্যারন ট্রাম্প ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে অংশ নেননি। এমনকি তার বাবার সামরিক কুচকাওয়াজ থেকেও তিনি অনুপস্থিত ছিলেন।

সূত্র বলেছে, “সে বেশ অরাজনৈতিক। সে এইসব থেকে দূরে থাকে।”

তবে প্রেমের গুঞ্জনের পাশাপাশি আরেকটি তথ্য সামনে এসেছে। Forbes-এর মতে, ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে ব্যারন ইতিমধ্যে প্রায় ৪০ মিলিয়ন ডলার আয় করেছে।

ব্যারনের প্রেমিকার পরিচয় এখনো অজানা। সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী ‘কেইটলিন কলিন্স’ নামে এক সংবাদ উপস্থাপকের সঙ্গে নাম জড়ালেও, সেটি ভিত্তিহীন বলেই প্রমাণিত হয়েছে।

সব মিলিয়ে, ব্যারন ট্রাম্পের শান্ত স্বভাব ও তার ব্যক্তিগত সম্পর্কের খবর ঘিরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম জুড়ে চলছে নানা আলোচনা আর কৌতূহল। তবে এখনো পর্যন্ত প্রেমিকার পরিচয় নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।

RELATED NEWS

Latest News