Thursday, July 3, 2025
Homeআন্তর্জাতিকমিসরের সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জন নিহত, আহত ২২

মিসরের সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জন নিহত, আহত ২২

২২ জন আহত, উদ্ধার কাজ চলছে; দুর্ঘটনার কারণ এখনও অজানা

মিসরের সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আডাম মেরিন ১২’ নামক বার্জটি হঠাৎ ডুবে যায়, তবে ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি।

মৃত চারজনকে লোহিত সাগরের উপকূলবর্তী হুরঘাদা হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে এবং বাকি ১৮ জনকে অ্যাম্বুলেন্সে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, অফশোর শুকহেইর অয়েল কোম্পানি (ওসোকো) থেকে পাওয়া এক রিপোর্টে বলা হয়েছে যে, জেবেল আল-জেইত এলাকায় বার্জটি ডুবে যায়।

ঘটনাস্থলটি সুয়েজ খাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, ইউরোপ ও এশিয়ার সংযোগকারী এই খালটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশ পরিচালনা করে।

২০২৩ সালের শেষের দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করার পর থেকে এই রুটে ঝুঁকি বেড়ে যায়। হুথিদের দাবি, গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তারা এসব হামলা চালাচ্ছে।

মিসরের কর্তৃপক্ষ বার্জ ডুবির ঘটনায় তদন্ত শুরু করেছে এবং উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • মিসর

RELATED NEWS

Latest News