Wednesday, January 28, 2026
Homeজাতীয়রাজধানীর বাড্ডায় দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর বাড্ডায় দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

বাড্ডা লিংক রোড এলাকায় রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর পরিবহনের বাসের চাপে প্রাণ হারালেন আবুল কাশেম আজাদ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৮ জানুয়ারি ২০২৬

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আবুল কালাম আজাদের ছেলে। তিনি সপরিবারে রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবুল কাশেম। এ সময় ‘রাইদা পরিবহন’ এবং ‘ভিক্টর পরিবহন’ এর দুটি বাসের মাঝে তিনি চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News