Thursday, July 10, 2025
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় নির্মাণস্থলে ক্রেন দুর্ঘটনায় যশোরের প্রবাসী রনির মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণস্থলে ক্রেন দুর্ঘটনায় যশোরের প্রবাসী রনির মৃত্যু

নির্মাণস্থলে ক্রেনের চেইন ছিঁড়ে পড়ে মৃত্যু, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা কামনা পরিবারের

মালয়েশিয়ার সেরেমবান শহরের একটি নির্মাণস্থলে কাজ করার সময় ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের এক প্রবাসী যুবক। নিহত ব্যক্তির নাম রনি (৩৫), তিনি যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বাসিন্দা মাহমুদ সরদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, রনি পরিবারকে সহায়তা করতে প্রায় আড়াই বছর আগে মালয়েশিয়া যান এবং সেখানকার নির্মাণখাতে কাজ করছিলেন। শনিবার সকালে বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নির্মাণস্থলে কাজ করার সময় একটি ক্রেনের চেইন ছিঁড়ে গিয়ে রনির ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তার সহকর্মীরা ফোনে তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান। খবরটি পাওয়ার পর রনির গ্রামে শোকের ছায়া নেমে আসে।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, “রনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন। আজ সকালে তার মৃত্যুর খবরে আমরা সবাই মর্মাহত। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি।”

শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, “স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় রনির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রনির অকাল মৃত্যুতে পরিবারসহ স্থানীয় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছেন।

RELATED NEWS

Latest News