বাংলাদেশি আম্পায়ার মশিউর রহমান মুকুলকে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের আসরে অংশ নেবে অভিজ্ঞ ও দক্ষ আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। টুর্নামেন্টে রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
এশিয়া কাপে আম্পায়ারিং প্যানেলে থাকছেন আফগানিস্তানের আহমেদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, বাংলাদেশের মশিউর রহমান মুকুল ও গাজী সোহেল, শ্রীলঙ্কার রাভিন্দ্র বিমলাসিরি ও রুচিরা পাল্লিয়াগুরুগে এবং ভারতের রোহন পান্ডিত ও বিরেন্দ্র শর্মা।
১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে মুকুল ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে অনফিল্ড আম্পায়ার থাকবেন। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের আহমেদ পাকতিন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইজাতুল্লাহ। ম্যাচ রেফারি হবেন অ্যান্ডি পাইক্রফট।
বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচগুলো পরিচালনা করবেন বিভিন্ন দেশের আম্পায়াররা।
বাংলাদেশ বনাম হংকং (১১ সেপ্টেম্বর)
অনফিল্ড আম্পায়ার: রাভিন্দ্র বিমলাসিরি ও রোহন পান্ডিত
টিভি আম্পায়ার: আসিফ ইয়াকুব
চতুর্থ আম্পায়ার: ফয়সাল আফ্রিদি
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর)
অনফিল্ড আম্পায়ার: রোহন পান্ডিত ও ফয়সাল আফ্রিদি
টিভি আম্পায়ার: বিরেন্দ্র শর্মা
চতুর্থ আম্পায়ার: আসিফ ইয়াকুব
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন
বাংলাদেশ বনাম আফগানিস্তান (১৬ সেপ্টেম্বর)
অনফিল্ড আম্পায়ার: রাভিন্দ্র বিমলাসিরি ও ফয়সাল আফ্রিদি
টিভি আম্পায়ার: রোহন পান্ডিত
চতুর্থ আম্পায়ার: বিরেন্দ্র শর্মা
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন
এএসসি জানিয়েছে, সুষ্ঠু ও মানসম্পন্ন টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বিশ্ব ক্রিকেটের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।