Friday, June 20, 2025
Homeজাতীয়ভারতের নিষেধাজ্ঞা: বাংলাদেশি পোশাক ঢুকবে শুধু সমুদ্রবন্দর দিয়ে

ভারতের নিষেধাজ্ঞা: বাংলাদেশি পোশাক ঢুকবে শুধু সমুদ্রবন্দর দিয়ে

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০২:৫০
নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বেশ কিছু নির্দিষ্ট পণ্য তাদের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ থেকে এসব পণ্য এখন থেকে শুধুমাত্র নহাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

ডিজিএফটি-র বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের কিছু পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশ করায় সীমান্ত ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে। এ কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের কিছু পণ্য এবং কাঠের আসবাবপত্র। এগুলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্কপয়েন্ট দিয়ে আমদানি করা যাবে না।

তবে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের মতো পণ্য স্থলবন্দর দিয়ে আগের নিয়মেই প্রবেশ করতে পারবে। একইসঙ্গে, এই নিষেধাজ্ঞা ভারতের ভূখণ্ড হয়ে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ভারতের বার্তাসংস্থা এএনআই জানায়, নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র কলকাতা ও নহাভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করতে হলে বাংলাদেশি রপ্তানিকারকদের পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে প্রতিযোগিতামূলক বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মার্চে চীনের বেইজিংয়ে এক আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং সমুদ্রপথে তাদের একমাত্র সংযোগ বাংলাদেশ। ওই মন্তব্যের পর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ এই নিষেধাজ্ঞা সেই ঘটনারই পরবর্তী ধাপ বলে বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশের বাণিজ্য বিশ্লেষকেরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ভারসাম্যে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

RELATED NEWS

Latest News