তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও জয়ে ফিরতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার ব্যাংককের থানবুরি ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।
প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাইল্যান্ডের ওরাপিন ওয়েনগন দলের হয়ে প্রথম গোলটি করেন। বিরতির পর আরও দুটি গোল হজম করে লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে গোল করেন পাত্তারানান আওপাচাই এবং সাওওয়ালাক পেংগনগাম।
বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ খেলোয়াড় রিতু পর্ণা চক্রবর্তী, তহুরা খাতুন, ও আফেইদা খান্ডকার। তবে তাদের প্রচেষ্টায়ও ২০১৩ সালের ৯–০ গোলের পরাজয়ের প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি।
এই ম্যাচের মাধ্যমে জুলাইয়ের পর আন্তর্জাতিক মঞ্চে ফিরল বাংলাদেশ নারী দল। সে সময় তারা মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, সিরিজের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে, তবে কোন চ্যানেলে দেখা যাবে তা এখনো নিশ্চিত হয়নি।
