বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ সরওয়ার ইমরান শ্রীলঙ্কায় হালকা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি ছাড়পত্র পেয়ে আবার দলে যোগ দিয়েছেন।
দলীয় ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ মঙ্গলবার জানান, সোমবার হঠাৎ করে ইমরানের বাঁ পায়ে অসাড়তা অনুভূত হলে দলীয় চিকিৎসকের সহায়তায় দ্রুত তাঁকে শ্রীলঙ্কার একটি হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, “এমআরআই পরীক্ষায় হালকা স্ট্রোক ধরা পড়ে। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও আজ চিকিৎসকের অনুমতিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দলের সঙ্গে আছেন এবং তাৎক্ষণিকভাবে কোনো শঙ্কার কারণ নেই। আমরা সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।”
সরওয়ার ইমরান চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তাঁর অধীনে দলটি এ বছরের শুরুতে বাছাই পর্ব অতিক্রম করে নারী বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো জায়গা করে নেয়।
বাংলাদেশ নারী দল আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। কলম্বোতে আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের অভিযানে নামবে বাংলাদেশ।
দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, কোচ সরওয়ার ইমরান দলের সঙ্গে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবেন। খেলোয়াড়দের মনোবল বাড়াতে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সবাই।