মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত লড়াই শেষে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ তে এগিয়ে গেল বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
মঙ্গলবার ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন ফাহিম আশরাফ। মাত্র ৩২ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৫১ রান। তবে তানজিম হাসান, মাহেদি হাসান ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
শেষ দিকে আহমেদ দানিয়াল কিছুটা লড়লেও মুস্তাফিজুর রহমান তাঁকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশের ইনিংসে উজ্জ্বল ছিলেন জাকের আলি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে করেন ৫৫ রান, মারেন পাঁচটি ছক্কা ও একটি চার। মাহেদি হাসান করেন ৩৩ রান। তাদের জুটি ভাঙার আগে দল ছিল ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে।
পাকিস্তানের হয়ে সলমান মিরজা ২ উইকেট, অভিষিক্ত আহমেদ দানিয়াল ২ উইকেট ও আব্বাস আফ্রিদিও ২ উইকেট নেন।
বল হাতে বাংলাদেশের নায়ক ছিলেন শরিফুল ইসলাম, মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট। মাহেদি ও তানজিম ২টি করে উইকেট নেন।
এই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এখন অপেক্ষা তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির, যেখানে টাইগারদের লক্ষ্য হবে হোয়াইটওয়াশ নিশ্চিত করা।