বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোয়াইট-বল সিরিজের সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে। ক্যারিবীয় দলের শ্রীমুখ ঢাকায় ১৫ অক্টোবর পৌঁছাবে এবং মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওডিআই খেলা হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনার পর দ্বিতীয় ওডিআই ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচের তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী প্রথম টি২০ ২৭ অক্টোবর এবং দ্বিতীয় টি২০ ২৯ অক্টোবর হবে। আগের নির্ধারিত তারিখ ছিল ২৬ ও ২৮ অক্টোবর।
ওডিআই ম্যাচগুলো দুপুর ১:৩০ টায় শুরু হবে, আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মোতিউর রহমান স্টেডিয়ামে টি২০ ম্যাচগুলো সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠিত হবে।
নতুন সময়সূচি:
ওডিআই সিরিজ (ঢাকা)
১ম ওডিআই – ১৮ অক্টোবর
২য় ওডিআই – ২১ অক্টোবর
৩য় ওডিআই – ২৩ অক্টোবর
টি২০ সিরিজ (চট্টগ্রাম)
১ম টি২০ – ২৭ অক্টোবর
২য় টি২০ – ২৯ অক্টোবর
৩য় টি২০ – ৩১ অক্টোবর