Sunday, August 31, 2025
Homeখেলাধুলাক্রিকেটসিলেটে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল বাংলাদেশ

সিলেটে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম টি২০তে ৮ উইকেটের দাপুটে জয়, ম্যাচসেরা তাসকিন আহমেদ

এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। ১৩৯ রানের লক্ষ্য তারা ৩৯ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে।

ম্যাচ শুরুর আগে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ হোঁচট খেতে পারে কি না। তবে লিটন দাস ও কোচ ফিল সিমন্স বারবারই বলেছিলেন নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত মাঠে বাংলাদেশ প্রমাণ করেছে তাদের শ্রেষ্ঠত্ব।

প্রথমে বোলিংয়ে নেমে শুরুটা করেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে ম্যাক্স ও’ডাউডকে ফেরান তিনি। অষ্টম ওভারে ভিক্রমজিৎ সিংকেও থামান তাসকিন। পরে কাইল ক্লেইন ও নোয়া ক্রোসকে আউট করে শেষ পর্যন্ত ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট তুলে নেন। তার ধারাবাহিক গতি ও নিখুঁত লাইন-লেংথে নেদারল্যান্ডস ব্যাটাররা সংগ্রাম করেছে।

এছাড়া প্রায় চার বছর পর টি২০ দলে ফেরেন সাইফ হাসান। বল হাতে তিনি দশম ওভারে টিজা নিদামানুরু (২৬) এবং ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১২) আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ব্যাট হাতে নেমে খেলেন ঝোড়ো ইনিংস, মাত্র ১৯ বলে অপরাজিত ৩৬ রান, যেখানে ছিল তিনটি ছক্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা করেন পারভেজ হোসেন ইমন (১৫) ও তানজিদ হাসান (২৯)। তবে আসল দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস। তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস, ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় সাজানো। সাইফের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগল।

ম্যাচ শেষে তাসকিন আহমেদকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। তার দুর্দান্ত বোলিংই বাংলাদেশকে সহজ জয় এনে দেয়।

RELATED NEWS

Latest News