পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের সপ্তাহের সময় উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাক্তিয়র সাইদভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকের একটি প্রধান আকর্ষণ ছিল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্তির চুক্তি স্বাক্ষর। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় দেশ এই চুক্তি মাধ্যমে কূটনৈতিক যাত্রাকে আরও সহজ ও কার্যকর করতে চায়।
বৈঠকে দুদেশই বাণিজ্য, বিনিয়োগ, উচ্চ শিক্ষা ও সংযোগ বৃদ্ধি সম্পর্কিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ এবং বাংলাদেশ থেকে অর্ধ-কুশল ও কুশল মানবসম্পদ রপ্তানির সম্ভাবনাও তুলে ধরা হয়।
দুই মন্ত্রী বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের ও উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করে।
