এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত এই জয়ের মধ্য দিয়ে শেষ করেছে লাল-সবুজরা।
এর আগে ভিয়েতনামের বিপক্ষে ০-২ এবং ইয়েমেনের বিপক্ষে ০-১ ব্যবধানে হেরে গ্রুপ পর্বে পেছনে পড়ে যায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচটিই ছিল মর্যাদা রক্ষার লড়াই।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে। মাত্র ১২ মিনিটের ব্যবধানে চারটি গোল করে ম্যাচের ফল নির্ধারণ করে দেয় দলটি।
৭০ মিনিটে ফাহামেদুল ইসলাম প্রথম গোল করেন। দুই মিনিট পর আল-আমিন স্কোরলাইন দ্বিগুণ করেন। এরপর ৮০ মিনিটে মঈন আহমেদ তৃতীয় গোল করেন। ৮২ মিনিটে শেখ মোরসালিন গোল করে ব্যবধান ৪-০ করেন।
অতিরিক্ত সময়ে সিঙ্গাপুরের নাদিম একটি গোল শোধ দেন। এরপরই মোরসালিনের সামনে আরেকটি সুযোগ আসে, তবে তা কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচ শেষ হয় ৪-১ গোলের ব্যবধানে।
এই জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। ফলে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে প্রথম দুই ম্যাচের জয়ী ভিয়েতনাম ও ইয়েমেন মুখোমুখি হবে সরাসরি এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে।