বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল আসন্ন এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সুইজারল্যান্ডে ছয় দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে যাচ্ছে। এ সময়ে দলটি মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুইটি ম্যাচ হবে স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে এবং বাকি দুইটি অস্ট্রিয়ার বিপক্ষে।
শুক্রবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান দৈনিক সান-কে জানান, দলটি আগামী ২৮ বা ২৯ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হতে পারে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে অফিসিয়াল ভিসা আমন্ত্রণ পেয়েছি। খেলোয়াড়দের ভিসার আবেদন কাল জমা দেওয়া হবে। ক্যাম্প চলাকালে দুটি ম্যাচ হবে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং দুটি অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়ার দলও তখন সুইজারল্যান্ডে অবস্থান করবে।”
এ বছরের জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মারাই শহরে অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল পড়েছে এফ গ্রুপে। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এর আগে চলতি মাসের শুরুতে লাল-সবুজের তরুণরা মালয়েশিয়ায় এক সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়। সেখানেও তারা চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল।
হকি ফেডারেশনের কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে এসব প্রস্তুতি ম্যাচ ও ক্যাম্প দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
