Tuesday, October 14, 2025
Homeখেলাধুলাশেষ মুহূর্তের গোল হজমে জর্ডানের সঙ্গে ড্র বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল

শেষ মুহূর্তের গোল হজমে জর্ডানের সঙ্গে ড্র বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল

দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের লক্ষ্যে নামবে মেয়েরা ১৭ অক্টোবর

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হতাশায় ভরল বাংলাদেশ। রবিবার আম্মানে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে আরপিতা বিশ্বাসের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার নেওয়া ফ্রি কিক ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করলে সুভি আকন্দ প্রীতি মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই মাঠে আধিপত্য ছিল বাংলাদেশের। পাসিং ও পজিশনে এগিয়ে থেকেও গোল বাড়াতে পারেনি মেয়েরা।

ম্যাচের শেষ মুহূর্তে এসে ব্যথা দেয় সেই অপূর্ণতা। ৮৯তম মিনিটে জর্ডানের মিরা জারার গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। যুক্ত সময়ের ঠিক পরেই বাংলাদেশ আবারও বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। ফলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

বাছাইপর্বের প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশকে এখন পয়েন্ট হারানোর চাপ নিয়ে দ্বিতীয় ম্যাচে নামতে হবে। ১৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আরপিতা বিশ্বাসদের জন্য।

RELATED NEWS

Latest News