সংযুক্ত আরব আমিরাতে সফল প্রস্তুতি ক্যাম্প শেষ করে জর্ডানের আম্মানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখান থেকে দলটি আকাবা শহরে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে অংশ নিতে।
দুবাইয়ে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজের তরুণীরা। প্রথম ম্যাচে সিরিয়াকে ২–০ গোলে হারানোর পর বৃহস্পতিবার রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩–০ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।
দলটির প্রধান কোচ সাইফুল বারি টিটুর তত্ত্বাবধানে খেলোয়াড়রা আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও আক্রমণাত্মক খেলার মনোভাব দেখিয়েছে পুরো প্রস্তুতি অভিযানে।
দুই ম্যাচে টানা জয়ের পর এখন আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ দল। আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আকাবায় অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। সেখানে নিজেদের ফর্ম ধরে রেখে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে চায় এই তরুণ দল।