Monday, November 10, 2025
Homeজাতীয়বাংলাদেশ-তুর্কির সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

বাংলাদেশ-তুর্কির সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তুর্কি আমন্ত্রণে আগ্রহী, শিক্ষা ও স্বাস্থ্যসহ নতুন সহযোগিতা সম্প্রসারণে আলোচনা

তুর্কির উপপররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর বেরিস একিনসি মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেব এরদোগানের শুভেচ্ছা ও আমন্ত্রণ পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুর্কি সফরের জন্য স্বাচ্ছন্দ্যময় সময়ে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎকালে উপমন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, তিনি নিকট ভবিষ্যতে তুর্কি সফরে যাওয়ায় আনন্দিত হবেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও তুর্কির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

একিনসি তাঁর প্রথম বাংলাদেশ সফরের অভিজ্ঞতা শেয়ার করে উষ্ণ আতিথ্য এবং আতিথেয়তার প্রশংসা করেন। প্রফেসর ইউনুস উভয় দেশের ঘনিষ্ঠ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরে বলেন, “জুলাই বিপ্লবের পর এটি একটি নতুন সূচনা। আমাদের দুই দেশ শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে একসাথে কাজ করতে পারে।”

প্রধান উপদেষ্টা তুর্কি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা জুলাই বিপ্লবে আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে। একিনসি তুর্কির বাংলাদেশ উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “তুর্কি সবসময় শিক্ষাকে উৎসাহিত করে এবং ছাত্রদের জন্য বৃত্তি এবং বিভিন্ন শেয়ারিং প্রোগ্রাম প্রদান করে।”

সাক্ষাৎকালে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, বাংলাদেশের তুর্কি রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News