Monday, November 10, 2025
Homeজাতীয়টেলিযোগাযোগ সংশোধনী ২০২৫ খসড়া প্রকাশ, অপব্যবহারে সর্বোচ্চ ৫ বছর জেল ও ৯৯...

টেলিযোগাযোগ সংশোধনী ২০২৫ খসড়া প্রকাশ, অপব্যবহারে সর্বোচ্চ ৫ বছর জেল ও ৯৯ কোটি টাকা জরিমানার প্রস্তাব

ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির বার্তায় কঠোর শাস্তির প্রস্তাব, অশ্লীল ও হয়রানিমূলক বার্তা পাঠালে ২ থেকে ৫ বছর জেল বা সর্বোচ্চ ১.৫ কোটি টাকা জরিমানা, বারবার বিরক্তিকর কল করলে ১ লাখ টাকা জরিমানা বা ৬ মাস জেল, ১৫ নভেম্বর পর্যন্ত জনমত গ্রহণ

অন্তর্বর্তী সরকার “Bangladesh Telecommunication Amendment Ordinance 2025” এর খসড়া প্রকাশ করেছে। খসড়ায় টেলিযোগাযোগ ডিভাইস ও প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী টেলিযোগাযোগের মাধ্যমে ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ, বর্ণবিদ্বেষ কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বার্তা ছড়ালে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ৯৯ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

অশ্লীল, হুমকিমূলক বা হয়রানিমূলক বার্তা পাঠানোর প্রস্তাব দেওয়া বা জেনেশুনে এমন বার্তা পাঠানোর ক্ষেত্রে ২ থেকে ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১.৫ কোটি টাকা জরিমানা হতে পারে। কিছু ক্ষেত্রে ৩ মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও প্রস্তাব করা হয়েছে। একইভাবে বারবার বিরক্তিকর বা হয়রানিমূলক ফোনকল করলে ১ লাখ টাকা জরিমানা বা ৬ মাস কারাদণ্ডের প্রস্তাব রয়েছে।

খসড়ায় বলা হয়েছে, এসব অপরাধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করলে টেলিযোগাযোগ সেবা প্রদানকারীরাও একই ধরনের শাস্তির আওতায় আসতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইন অনুসরণ করা হবে বলে উল্লেখ আছে।

পোস্ট অ্যান্ড টেলিযোগাযোগ বিভাগ খসড়াটি জনমতের জন্য উন্মুক্ত করেছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত secretary@ptd.gov.bd এই ইমেইলে বা ডাকযোগে পোস্ট অ্যান্ড টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।

নীতি নির্ধারকেরা জানান, জনমত গ্রহণ শেষে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত করা হবে। খসড়ার লক্ষ্য টেলিযোগাযোগ প্ল্যাটফর্মে অপব্যবহার রোধ এবং অধিকার সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য নিশ্চিত করা।

RELATED NEWS

Latest News