১৩ জুলাই রোববার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকল। নারী হকি, নারী ফুটবল, ঘরোয়া লিগে রংপুর রাইডার্স এবং জাতীয় ক্রিকেট দলের জয়ে দেশজুড়ে বইছে আনন্দের বন্যা।
চীনের দাঝৌ শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই কাস্পিয়ান দেশ কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের কিশোরী হকি দল। আন্তর্জাতিক হকির মঞ্চে এই অর্জন বাংলাদেশ নারী হকির জন্য এক বিশাল মাইলফলক।
এরপর ঢাকা শহরের বঙ্গবন্ধু স্টেডিয়ামে নারী অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নাটকীয় শেষ মুহূর্তের গোলে নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে তারা শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছিল।
এদিন আরও এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গ্লোবাল সুপার লিগে বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসকে ১ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। এ জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
সবশেষে, দিনটিকে পূর্ণতা দেয় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮৩ রানে বিশাল জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাস ঝলক দেখান ৫০ বলে ৭৬ রান করে, সঙ্গে ছিল শামীম হোসেনের ঝড়ো ৪৮ রান।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে একেবারেই ধসে পড়ে। ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩ উইকেট, শোরিফুল ইসলাম ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।
লিটন বলেন, “গত কয়েক ম্যাচে চেষ্টা করছিলাম, আজ সেটি কাজে এসেছে। শামীমের ব্যাটিং ছিল দুর্দান্ত। রিশাদ যেদিন ভালো করে, আমাদের দল এগিয়ে যায়।”
এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারিত হবে বুধবার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচে।
এক দিনে চারটি বড় ম্যাচে চারটি জয় এনে বাংলাদেশ ক্রীড়া ইতিহাসে যোগ করল আরেকটি গৌরবময় অধ্যায়।