বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় সচিবালয়ের ভেতরে সব ধরনের সভা, সমাবেশ ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, র্যালি বা গণজমায়েত করা যাবে না। পেশাজীবী সংগঠন বা সমিতির কোনো অননুমোদিত সভা বা সম্মেলন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরের কনফারেন্স রুমে আয়োজন করা যাবে না।
অফিস শেষ হওয়ার পর বিকেল ৬টার পর সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে অবস্থানের জন্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশপত্র দৃশ্যমান রাখতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সচিবালয়ের কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন টানানো বা স্থাপন নিষিদ্ধ। সচিবালয়ে প্রবেশের সময় যানবাহন ও ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি করবে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।