Thursday, August 7, 2025
Homeজাতীয়বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সুরক্ষা চুক্তি শিগগিরই সই হতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সুরক্ষা চুক্তি শিগগিরই সই হতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হওয়ার আশা প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকারের বিষয়ে সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি শিগগিরই সই হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রেমিট্যান্স ওয়ারিয়র্স ডে’ অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, “এই চুক্তি বাংলাদেশের ইতিহাসে প্রথম। আগের সরকারগুলো বহুবার চেষ্টা করলেও এটি সম্ভব হয়নি। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এ ধরনের চুক্তি নেই। আমরা বিশ্বাস করি, এই চুক্তি আমাদের প্রবাসী ভাইবোনদের সুরক্ষা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।”

আসিফ নজরুল জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রবাসী শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, গত বছর বহু শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি, যদিও তাদের ভিসা ও টিকিট ছিল। বর্তমানে সেই শ্রমিকদের পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া ফের শ্রমিক নেবে বলে ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

পুনর্বাসন ও প্রবাসীদের সেবার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “আমরা প্রক্রিয়াগুলো সহজ করেছি ও ডিজিটাল সেবা চালু করেছি। নতুন করে বিদেশে যেতে চাইলে এর সুফল বুঝতে পারবেন।”

ফেরত আসা প্রবাসীদের উদ্দেশে তিনি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। “ভালোভাবে প্রস্তুতি নিন। রিক্রুটার বৈধ কি না তা যাচাই করুন। শুধু বিদেশে গেলেই ভালো জীবন মিলবে, এমন নয়। আমি নিজ চোখে দেখেছি, সৌদি আরবে অনেক শ্রমিক এমন পরিবেশে থাকেন, যা বাংলাদেশের বস্তির চেয়েও খারাপ, অথচ তারা ৮ থেকে ৯ লাখ টাকা খরচ করে গেছেন।”

তিনি আরও বলেন, প্রবাসে যাওয়ার পরিবর্তে দেশের ভেতরে বিকল্প কর্মসংস্থানের সুযোগও আছে। “আপনার হাতে যদি ১০ লাখ টাকা থাকে, একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। ১৮ কোটি মানুষের এই দেশে বড় বাজার রয়েছে। ছোট দোকান করলেও লাভ হতে পারে। আমি নিরুৎসাহিত করছি না, তবে যেন মরিয়া হয়ে ভুল সিদ্ধান্ত না নেন।”

RELATED NEWS

Latest News