জাপানে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাজিমুল হাসান রনি পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪২তম হয়েছেন।
পুরুষদের এই ইভেন্টটি পাঁচটি হিটে ভাগ করা হয়। রনি অংশ নেন পঞ্চম হিটে, যেখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও নয়জন অ্যাথলেট। তিনি নবম স্থান অর্জন করেন ৫২ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে। একই হিটে নাইজেরিয়ার রানার নাথালিয়ান প্রথম হন ৪৮ দশমিক ৩৭ সেকেন্ডে।
মোট ৪৪ জন অ্যাথলেট অংশ নেন পাঁচটি হিটে। এর মধ্যে রনি ৪২তম হন। তার পেছনে ছিলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ম্যাকাওয়ের দুই প্রতিযোগী। প্রতিটি হিট থেকে প্রথম চারজন করে মোট ২৪ জন অ্যাথলেট সেমিফাইনালে জায়গা করে নেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রনি বাংলাদেশের অ্যাথলেটিক্সে আলোচনায় আসেন দীর্ঘদিনের জাতীয় রেকর্ড ভেঙে। তিনি ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর অভিজ্ঞ অ্যাথলেট আব্দুর রহিম নাঈমের ৩১ বছরের পুরনো ৫১ দশমিক ৮৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন।
এ ছাড়া তিনি সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়ও সাফল্য পান। সেখানে তিনি ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জেতেন ৫২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এবার কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও নাজিমুল হাসান রনির জাতীয় রেকর্ড ভাঙা এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ভবিষ্যতের জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্সে আশার আলো জাগিয়েছে।