বাংলাদেশ ও রোমানিয়া একটি কাঠামোগত রাজনৈতিক আলোচনা প্রক্রিয়া প্রতিষ্ঠা এবং উচ্চপর্যায়ের সফর ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হয়েছে। সম্প্রতি রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহনাজ গাজী এবং রোমানিয়ার কৌশলগত বিষয়ক স্টেট সেক্রেটারি আনা ক্রিস্টিনা টিঙ্কার মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যকার সম্পর্ককে একটি নতুন অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এই আলোচনা একটি যৌথ প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে বলে জানানো হয়।
বৈঠকে প্রাতিষ্ঠানিক সংলাপ, শ্রম ও অভিবাসন খাতে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক ও ল্যাটিন আমেরিকা বিভাগের পরিচালক ডায়ানা তাশে এবং কাউন্সেলর প্লেনিপোটেনশিয়ারি মিহাই সিওমপেক উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ কৌশিক ইকবাল।
