Tuesday, November 4, 2025
Homeখেলাধুলারোমান সানা, দিয়া ও আসিমকে ছাড়াই এশিয়ান আর্চারিতে পদকের আশায় বাংলাদেশ

রোমান সানা, দিয়া ও আসিমকে ছাড়াই এশিয়ান আর্চারিতে পদকের আশায় বাংলাদেশ

৮ থেকে ১৪ নভেম্বর ঢাকায় আসর, ২৯ দেশের অংশগ্রহণ। ভারতসহ দক্ষিণ কোরিয়া, চীন ও ইরান আসছে। ফুটবল ম্যাচের কারণে ১৩ ও ১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে পদক নির্ধারণী লড়াই। ৮ নভেম্বর এশিয়ান আর্চারি কংগ্রেসে বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতিতে কাজী রাজিবের লড়াই

তারকা আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী ও আসিম কুমার দাস না থাকলেও এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ আর্চারি ফেডারেশন। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ বলেন, আমরা অবশ্যই পদক প্রত্যাশা করি, তবে জোরাল ঘোষণা দিতে চাই না। আর্চারি মনোযোগের খেলা, যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আগের আসরে রুপা জিতেছি, এবারও ভালো কিছু হবে বলে বিশ্বাস করি।

চ্যাম্পিয়নশিপ ৮ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৯টি এশীয় দেশ অংশ নিচ্ছে। টিমর লেস্তে থেকে দুই আর্চার পাঁচ দিন আগে ঢাকায় পৌঁছেছেন। সোমবার উজবেকিস্তানের ১৭ সদস্যের দল এসেছে। বাকি দলগুলো ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে ভারতের জাতীয় ক্রিকেট দল ও নারী অনূর্ধ্ব ২০ ফুটবল দলের সফর বাতিল হলেও ভারতীয় আর্চারি দল অংশ নেবে। দক্ষিণ কোরিয়া, চীন, ইরানসহ শক্তিশালী দলগুলো আসছে। যুদ্ধপ্রভাবিত ফিলিস্তিন ও সিরিয়াও প্রতিযোগী পাঠাচ্ছে।

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ প্রায় ছয় মাস আগে স্টেডিয়াম বরাদ্দ দিলেও ১৩ নভেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যকার আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচের কারণে আর্চারির পদক নির্ধারণী ম্যাচগুলো ১৩ ও ১৪ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অফ দ্য ফিল্ডে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ৮ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি কংগ্রেস হবে। বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতির পদে বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটর গ্রুপের চেয়ারম্যান চুং ইউইসানের বিপক্ষে লড়ছেন বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ। সামাজিক ও আর্থিকভাবে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হলেও আত্মবিশ্বাসী কাজী রাজিব বলেন, আমি দীর্ঘদিন আর্চারিতে কাজ করছি। এশিয়ার বহু দেশের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ়।

RELATED NEWS

Latest News