Friday, November 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটসিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৭ রানে বাংলাদেশের রেকর্ড, মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ধস আইরল্যান্ডের

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার দিনের খেলা শেষে আইরল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। ফলোঅন এড়াতে তাদের দরকার আরও ২১৫ রান।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এটি দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ এবং ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস।

দিনের শুরুতে ৩৩৮ রানে ১ উইকেট নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (১৭১) ও মুমিনুল হক (৮২) দ্রুত আউট হন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংসের হাল ধরেন।

শান্ত ১১২ বলে ১৪ বাউন্ডারিতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন। মুশফিকুর রহিম (২৩) ও লিটন দাসের (৬০) সঙ্গে যথাক্রমে ৭৯ ও ৯৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। লিটন ৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় দ্রুতগতির ইনিংস খেলেন।

আইরল্যান্ডের হয়ে ডেবিউ করা ম্যাথিউ হামফ্রিজ বল হাতে উজ্জ্বল ছিলেন, ৫ উইকেট নেন ১৭০ রানে।

এরপর ব্যাট হাতে ব্যর্থ আইরল্যান্ড। নাহিদ রানা শুরুতেই কেড কারমাইকেলকে (৫) বোল্ড করেন। এরপর শান্তর সরাসরি থ্রোতে রানআউট হন পল স্টার্লিং (৪৩)। মাঝের সারিতে তাইজুল ইসলাম ও নবাগত হাসান মুরাদের ঘূর্ণিতে একে একে ফেরেন হ্যারি টেক্টর (১৮), কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার।

আইরল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি আঙুলে চোট পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। তার চোট গুরুতর নয়, শুক্রবার তিনি ব্যাট করবেন বলে জানানো হয়েছে।

RELATED NEWS

Latest News