বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি ঢাকা ও কাঠমাণ্ডুর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন।
ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নেপাল ইকোনমিক ফোরাম (এনইএফ) যৌথভাবে আয়োজিত “বাংলাদেশ-নেপাল সম্পর্ক: একটি নতুন দৃষ্টিভঙ্গি” শীর্ষক রাউন্ডটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ভাণ্ডারি উল্লেখ করেন, এ পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ উন্নত হয়েছে। তবে আরও সমন্বয় বাড়িয়ে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা দরকার।
তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাংস্কৃতিক ও পর্যটন বিনিময় বাড়ানোর ওপর জোর দেন, যা জনগণের স্তরে সম্পর্ক গভীর করবে।
রাষ্টদূত আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, মাইগ্রেশন, দুর্যোগ মোকাবিলা ও শান্তিরক্ষা কার্যক্রমের মতো আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চেও দুই দেশের যৌথ কাজ বাড়ানো উচিত।
তিনি সিপিডি ও এনইএফ-এর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গবেষণা ও সংলাপের জন্য প্রশংসা করেন এবং তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।