Saturday, July 5, 2025
Homeজাতীয়বাংলাদেশ–নেপাল সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র সচিবের

বাংলাদেশ–নেপাল সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র সচিবের

বিদ্যুৎ, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগে নতুন সম্ভাবনার ওপর আলোচনা

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও ফলপ্রসূ করতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। উন্মোচিত না হওয়া সম্ভাবনাগুলো কাজে লাগাতে যৌথ উদ্যোগের আহ্বান জানান তিনি।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেপালের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এক সৌজন্য সাক্ষাতে গেলে এই আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিবকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূত অভিনন্দন জানান। এরপর দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য, জলবিদ্যুৎ, পর্যটন, সংযোগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ নানা খাত নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ খাতে ইতোমধ্যে হওয়া অগ্রগতি এবং ভবিষ্যতে সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে জানান, বাণিজ্য, পর্যটন, শিক্ষাখাত এবং জনগণের মধ্যকার সম্পর্কের উন্নয়নে ইতোমধ্যে বেশ অগ্রগতি হয়েছে।

উভয় পক্ষই সার্ক, বিমস্টেক এবং জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব জানান, ঢাকায় আসন্ন ফরেন অফিস কনসালটেশনস (FOC) বৈঠকে তিনি নেপালের পররাষ্ট্রসচিবকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। এই বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বৈঠকটি উভয় দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তৈরি করেছে বলে মত দেন সংশ্লিষ্টরা।

RELATED NEWS

Latest News