Sunday, October 19, 2025
Homeজাতীয়পাঁচ দিন ভাসমান থাকার পর বঙ্গোপসাগর থেকে ২৬ জেলে উদ্ধার করেছে নৌবাহিনী

পাঁচ দিন ভাসমান থাকার পর বঙ্গোপসাগর থেকে ২৬ জেলে উদ্ধার করেছে নৌবাহিনী

কক্সবাজার উপকূলের ২৭ নটিক্যাল মাইল দূরে বিকল ইঞ্জিনের ট্রলারসহ জেলেদের নিরাপদে তীরে আনা হয়েছে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার গভীর সাগরে টহলরত অবস্থায় কক্সবাজারের উপকূল থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে এই জেলেদের দেখতে পান নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর “এমভি তাজমিনুর রহমান” নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। ৩ অক্টোবর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এরপর থেকে সেটি সাগরে ভেসে থাকতে থাকে।

মঙ্গলবার টহলের সময় নৌবাহিনীর জাহাজ “শহীদ মঈবুল্লাহ” ট্রলার থেকে সাহায্যের সংকেত পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে ট্রলারে থাকা ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে জাহাজে তোলা হয়।

উদ্ধারকৃত জেলেদের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের কক্সবাজারের মহেশখালী উপজেলায় পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News