ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘মদিনা-৬’ থেকে ২৪ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর তথ্য অনুযায়ী, নৌবাহিনীর টহল জাহাজ বানৌজা অপরাজেয় মংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ নটিক্যাল মাইল দক্ষিণে রাডারে বিপদাপন্ন অবস্থায় ট্রলারটি শনাক্ত করে।
ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা দেখতে পান ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় গভীর সমুদ্রে তা ভেসে যাচ্ছে এবং ট্রলারে কোনো যোগাযোগ সরঞ্জাম নেই। প্রতিকূল সাগর পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর দল সকল জেলেকে উদ্ধার করে। তাদেরকে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ট্রলারটি টেনে নিরাপদে আনয়ন করা হয়।
পরবর্তীতে ট্রলার ও জেলেদের সুন্দরবনের হিরণ পয়েন্টে এনে কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, উদ্ধার হওয়া ২৪ জন জেলে সুস্থ আছেন। জানা গেছে, তারা ২৯ অক্টোবর কুতুবদিয়া থেকে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন।
