বাংলাদেশে ২৭ মাস পর সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.০৫ শতাংশ।
মূলত খাদ্য ও অখাদ্য উভয় পণ্যের দামে হ্রাস পাওয়ার কারণে এই স্বস্তিদায়ক পরিবর্তন ঘটেছে বলে বিবিএস জানিয়েছে।
জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭.৩৯ শতাংশে নেমেছে, যা মে মাসের তুলনায় ১.২ শতাংশ পয়েন্ট কম। অখাদ্য পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে জুনে দাঁড়িয়েছে ৯.৩৭ শতাংশে, যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।
গত ২৭ মাসে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যা ছিল ১১.৬৬ শতাংশ।
তবে সরকারের লক্ষ্য ছিল ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা। সেই লক্ষ্য পূরণ হয়নি। বিবিএস-এর হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.০৩ শতাংশে।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক পণ্যমূল্যের কিছুটা স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার উন্নয়নের প্রভাব পড়েছে এই কমতির পেছনে। তবে সরকারের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হলে এখনো বড় ধরনের কাঠামোগত সংস্কার দরকার।
মূল্যস্ফীতি হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকলে সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে, তা নির্ভর করবে আগামী মাসগুলোর বাজার পরিস্থিতি, ভোক্তা চাহিদা এবং নীতিনির্ধারকদের পদক্ষেপের ওপর।