Saturday, August 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ এইচপি টিম ২২ রানে হারিয়েছে বাংলাদেশ টাইগার্সকে

বাংলাদেশ এইচপি টিম ২২ রানে হারিয়েছে বাংলাদেশ টাইগার্সকে

চট্টগ্রামে টি২০ প্রস্তুতি ম্যাচে টাইগার্স লক্ষ্য পূরণে ব্যর্থ

চট্টগ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠিত টি২০ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এইচপি টিম ২২ রানে বাংলাদেশ টাইগার্সকে হারিয়েছে।

এইচপি টিম প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে। দলের পক্ষে অরিফুল ইসলাম ৩৩ বল হাতে ঝড়ো ৪৫ রান করেন।

টাইগার্সের সামনে ১৩৩ রানের লক্ষ্য ছিল। তারা নির্ধারিত ২০ ওভার খেলেও মাত্র ১০৯ রান করে ৯ উইকেট হারায়।

নাইম আহমেদ বল হাতে ৪ ওভার বল করে ১৪ রান খরচায় ২ উইকেট নেন। মেহেদী হাসানও দুটি উইকেট নিয়েছেন, যার ফলে disciplined বোলিংয়ে জয় নিশ্চিত হয়।

এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে দুই দল নিজেদের পারফরম্যান্স পরীক্ষা করে দেখেছে।

RELATED NEWS

Latest News