নেপালে সহিংস বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পরিকল্পনামাফিক ঢাকায় ফিরতে পারেনি। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হলে পুরো দল হোটেলে নিরাপত্তার মধ্যে অবস্থান করছে।
আজ মঙ্গলবার দলের ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বাংলাদেশ ও নেপালের মধ্যে নির্ধারিত দ্বিতীয় প্রীতি ম্যাচও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশ দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) দলের নিরাপত্তা নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিবৃতিতে বলা হয়, “নেপালের বর্তমান পরিস্থিতির কারণে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যাত্রা স্থগিত করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও এএনএফএ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দলের নিরাপত্তা নিশ্চিত করছে। স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সহায়তায় খেলোয়াড়রা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ স্থানে অবস্থান করছেন।”
বাফুফে জানায়, প্রাথমিকভাবে মঙ্গলবার ফেরার টিকিট ছিল দলের, তবে আগেভাগে ফেরার চেষ্টা করতে সেটি সোমবারে আনা হয়েছিল। বিমানবন্দর বন্ধ থাকায় এখন নতুন করে ৩৩টি টিকিট সংগ্রহের প্রয়োজন হতে পারে।
বাংলাদেশ দল এ মাসের শেষে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে নেপালে দুইটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হয় এবং গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচটি আজ মঙ্গলবার হওয়ার কথা ছিল, তবে অস্থিরতার কারণে তা বাতিল হয়েছে।
এখন দলের ঢাকায় ফেরার বিষয়টি নির্ভর করছে নেপালে বিমান চলাচল কবে আবার স্বাভাবিক হয় তার ওপর। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।