Wednesday, September 3, 2025
Homeখেলাধুলাঢাকায় শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প ১৩ আগস্ট

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প ১৩ আগস্ট

সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবার আলাদা সাব-কমিটি গঠন করল বাফুফে

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আগামী ১৩ আগস্ট ঢাকায়। সেপ্টেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নেবে।

দুইটি জাতীয় দলের সমান্তরাল কার্যক্রমের কারণে বাফুফে এবার প্রথমবারের মতো জাতীয় দল কমিটির ভেতরে দুটি আলাদা সাব-কমিটি গঠন করেছে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য তিন সদস্যের সাব-কমিটিতে রয়েছেন ইকবাল হোসেন, সায়েদ হাসান কানন ও শহীদাত হোসেন। আর সিনিয়র দলের জন্য সাব-কমিটিতে আছেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হোসেন সবুজ ও মোকিতুর রহমান।

বাফুফের চিঠি অনুযায়ী, কমিটি গঠনের তারিখ ৩০ জুলাই হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিক নির্দেশনা পেয়েছেন ২ আগস্ট। এই চিঠিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের যৌথ স্বাক্ষর রয়েছে। সিদ্ধান্তটি ২২ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত হয়।

দুই সাব-কমিটিকে দল পরিচালনার পাশাপাশি স্পন্সরশিপ অর্জনের দায়িত্বও দেওয়া হয়েছে। সাধারণত স্পন্সরশিপের দায়িত্ব বাফুফের মার্কেটিং কমিটি পালন করে থাকে, তবে এবার এটি সাব-কমিটিগুলোকেও দেওয়া হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন, আর সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ডেপুটি চেয়ারম্যান। সংবিধান অনুযায়ী এই কমিটিতে নয়জন সদস্য থাকার কথা থাকলেও সাম্প্রতিক পরিবর্তনের পর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১।

RELATED NEWS

Latest News