ইসলামিক সলিডারিটি গেমসে দেশের টেবিল টেনিসে প্রথমবারের মতো পদক জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে জাভেদ আহমেদ ও খয় খয় সাই মারমা রুপা নিশ্চিত করেন। শেষ ম্যাচে তারা তুরস্কের শীর্ষ জুটি সিবেল আলতিনকায়া নারী বিশ্ব র্যাঙ্কিং ৮০ এবং ইব্রাহিম গুনদুজ পুরুষ ২৬২ এর কাছে ৫–১১, ৮–১১, ৬–১১ গেমে পরাজিত হয়ে রানার্সআপ হন।
ফাইনালে ওঠার পথে জাভেদ–খয় খয় ধারাবাহিকভাবে জিতেছেন তিনটি নকআউট ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের নাজিফ–মানসিফকে ৩–০ এবং সেমিফাইনালে বাহরাইনের কেন্ডা মোহাম্মদ–রাশেদকে ৩–১ গেমে হারান। প্রি-কোয়ার্টারে গায়ানার বিপক্ষে ৩–২ জয়ে নিশ্চিত হয় শেষ ষোলোর পরবর্তী পথচলা। পুরো টুর্নামেন্টজুড়ে তাদের স্থিরতা ও ক্লাচ পারফরম্যান্স নজর কাড়ে।
এই রুপার পদকে চলতি আসরে বাংলাদেশের মোট পদক দাঁড়াল চারটি। টেবিল টেনিসের রুপা ছাড়াও নারী ৫৩ কেজি বিভাগে ভারোত্তোলনে মার্জিয়া আক্তার একরা তিনটি ব্রোঞ্জ জিতেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ১০ ডিসিপ্লিনে ৩৬ ক্রীড়াবিদের দলটি এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
বাংলাদেশে টেবিল টেনিসের আনুষ্ঠানিক যাত্রা পঞ্চাশ বছরের কিছু বেশি পুরোনো হলেও বৈশ্বিক মঞ্চে বড় সাফল্য ছিল বিরল। এই রুপা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি জানান দেয় নতুনভাবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আত্মবিশ্বাস জোগায়।
ব্যাংকক টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মকসুদ আহমেদ সেমিফাইনাল জয়ের পর জুটির প্রত্যেককে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। ফাইনালে রুপা নিশ্চিত হওয়ায় জাভেদ ও খয় খয় মোট ১ লাখ টাকা করে পাবেন। স্বর্ণ জিতলে এই অঙ্ক হতো ২ লাখ টাকা।
